আব্দুল কাদের চৌধুরী,স্টাফ রিপোর্টার >>> ফটিকছড়ির ১৮টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পর্যায়ে বিএনপির সম্মেলন ও কাউন্সিল তৃণমূল নেতাকর্মীদের বাদ দিয়ে গ্রহণযোগ্য হবে না।ফটিকছড়িতে বিএনপির বৃহৎ একটি অংশকে বাদ দিয়ে স্বৈরচার মার্কা আমি-ডামি সম্মেলন করা হয়েছে।চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর এসব কথা বলেছেন।ফটিকছড়ি উপজেলার আইনশৃঙ্খলার অবনতি, হত্যাকাণ্ড, বালুখেকোদের দৌরাত্ব ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারীদের গ্রেপ্তার,নীরহ মানুষের নামে মামলা-হামলার প্রতিবাদে ও সমসাময়িক বিষয় নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।বিবিরহাটস্থ দলীয় কার্যালয়ে বিএনপি চট্টগ্রাম-২ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষকদল,স্বেচ্ছাসেবক দল,ওলামা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল পরিমাণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।