আজ ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে ট্রাকের ধাক্কায় নিহত এক শিক্ষার্থী


চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রাম ফটিকছড়িতে বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পাইন্দং কাঞ্চননগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া আক্তার (১৪) কাঞ্চননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুরুং ফিরনি গ্রামের জামাল উদ্দীনের মেয়ে ও কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

আহতরা হলেন- নিহতের মা ফাতেমা বেগম, বোন সেলিনা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালক আহমদ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মা ও বড় বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক তাদের ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তামান্না তাবাসসুম জেসি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

ফটিকছড়ি থানার এসআই মাজহারুল ইসলাম বলেন, বালুবাহী ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর