সাদ্দাম হোসেন
ফকিরচর মুহিব্বানে রহমাতুল্লিল আলামিন সুন্নিয়া কমপ্লেক্স মওলা আলী শেরে খোদা হেফজখানার বার্ষিক সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আনোয়ারা তৈলারদ্বীপ ফকিরচর মাদ্রাসা মাঠে অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. জোনাইদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রিয়াদ মাহমুদ চৌধুরী, ক্যাপ্টেন নুর মোহাম্মদ, হযরতুলহাজ্ব আল্লামা অছিউর রহমান আল-কাদেরী, অধ্যক্ষ আল্লামা আবদুল খালেক শওকী, হযরতুলহাজ্ব আল্লামা মুজিবর রহমান আল- কাদেরী,মাওলানা মুহাম্মদ আমানউল্লাহ আমান নুরী,মাদ্রাসার সুপার মাওলানা মো. হেলাল উদ্দিন আল-কাদেরী,সহ-সুপার মাওলানা মুহাম্মদ নুরুল আলম,হাফেজ মুহাম্মদ জুনাইদ, সহ-সভাপতি নাছির উদ্দিন মেম্বার, সহ-সাধারণ সম্পাদক প্রবাসী জয়নুল আবেদীন বাদশা,বুরুমচড়া ইউপি সদস্য জেবল হোসেনসহ অভিভাবক ও শিক্ষার্থীরা। বক্তারা বলেন, পরীক্ষায় শুধু ভালো ফলাফল করলে হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে দেশ ও জাতি গঠনে ছাত্রছাত্রীরা অনেক অবদান রাখতে পারে। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার মাধ্যমে পিতা-মাতা সমাজের উপকারে আসতে পারে। সেই লক্ষ্যে তারা যেন বেশি মাত্রায় মোবাইল ব্যবহার থেকে দূরে থাকে এবং নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও বার্ষিক ফলাফলের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হয়। খেলাধুলা ক্রিড়া ও ইসলামী সংস্কৃতি অনুষ্ঠানের জন্য ৮০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
Leave a Reply