স্রষ্টার সৃষ্টির সেবায় আত্মতৃপ্তির আমাদের মিশন” শ্লোগানে মুহাব্বত ঐক্য শৃঙ্খলা সুশিক্ষা ত্যাগ ও সেবা মূলনীতির উপর ভিত্তি করে, আর্তমানবতার সেবায় নিবেদিত, দক্ষিণ চট্টগ্রামের অরাজনৈতিক যুব উন্নয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন এন.ওয়াই.এম. (নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল) ইয়ুথ ফাউন্ডেশনের অঙ্গ সংগঠন এন.ওয়াই.এম. ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত গাছবাড়িয়া কমর আলী সিকদার বাড়ি এবতেদায়ী মাদরাসার ময়দানে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ জয়নুল আবেদীন আফমাসের সভাপতিত্বে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য ক্যাম্পেইন কার্যক্রম সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন এন.ওয়াই.এম. ব্লাড ব্যাংকের পরিচালক যথাক্রমে তন্ময় আহমেদ, তৌহিদুল ইসলাম ইমন, মুহাম্মদ রবিউল হোসাইন। আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ শফিউল ইসলাম, মো. সাইরাত হোসেন, শাহ মোছাম্মৎ আকি, সাইফা চৌধুরী, তারিন ওয়াসিমা জাহান তোয়াছিন, ইয়াছির হামিম জোনাইদসহ প্রমুখ।