আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রাণ এগ্রোর সহায়তা রংপুরে ৪৫কেজি তে আলু বিক্রি


মোঃ ইনামুল হক, রংপুর প্রতিনিনি

রংপুরে ভোক্তা সাধারণের সুবিধার্থে ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। এ কার্যক্রমে সহযোগিতা করছে প্রাণ এগ্রো লিমিটেড। আর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নেদারল্যান্ডের কার্ডিনাল এলুয়েট জাতের এই আলু বাজারে ৬০-৬২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেখানে ন্যায্যমূল্যে ৪৫ টাকায় আলু পেয়ে খুশি ক্রেতারা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১টায় কাচারিবাজার সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রবিউল ফয়সাল।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আফসানা পারভীন, সহকারী পরিচালক বোরহান উদ্দিন, প্রাণ এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন, সিনিয়র ম্যানেজার রফিকুল ইসলাম, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার কৃষিবিদ রিয়াদ খান উপস্থিত ছিলেন।

আলু কিনতে আসা পাগলাপীর এলাকার বাসিন্দা আমিনুর রহমান বলেন, বাজারে আলুর দাম ৫৫-৬০ টাকা কেজি। সেখানে ৪৫ টাকা কেজি দরে আলু কিনতে পেরে সাশ্রয় হয়েছে।

প্রাণ এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন জানান, একজন ক্রেতা সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন। বাজারে দাম সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত ন্যায্যমূল্যে আলু বিক্রির এ কার্যক্রম চলমান রাখার চেষ্টা থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে আলু বিক্রি শুরু হবে।

জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানান, সপ্তাহের প্রতিদিন নির্ধারিত দোকান থেকে সুলভ মূল্যে আলু কিনতে পারবেন ক্রেতারা। প্রাথমিকভাবে এক হাজার বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) আলু বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে আরও বাড়ানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর