নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিকিৎসা প্রবাহ ২৪ প্রকাশনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ৫ জানুয়ারি সকাল ১১ টায় ঈসাখান গেটস্থ শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরীর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি মো.মারুফ রহমান মনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাসেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ মো.মামুনুর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন,গাইনি ডাক্তার পারভীন আক্তার, শেভরন পাইচলাইশ শাখার জিএম পুলক পারিয়াল, শেভরন নির্বাহী পরিচালক নারায়ন চন্দ্র দেব বর্মন, বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি মহানগর শাখার সভাপতি প্রভাসক নাছির উদ্দীন,প্রভাসক হাকিম মো.সেলিম রেজা,বন্দর পতেঙ্গা ঔষধ ব্যবসায়ি সমিতির সভাপতি খান মোহাম্মদ সাইফুল, হালিশহর পতেঙ্গা ইলেকট্রনিক্স দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. জামাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দ।
প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ মো.মামুনুর রশিদ প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রসংশা করে আগামীতে পাশে থাকার আশ্বাস দেন।
Leave a Reply