আজ ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রশাসন, পুলিশে এমনকি উপদেষ্টা পরিষদে ষড়যন্ত্র কারীরা বসে আছে- অনিন্দ ইসলাম অমিত


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

প্রশাসন, পুলিশে এমনকি উপদেষ্টা পরিষদে ষড়যন্ত্র কারীরা বসে আছে।বিতাড়িত মাফিয়া, পরাজিত মাফিয়াদের সহায়তা করার জন্য। তাই দৌলতপুর থানা বিএনপির এ সন্মেলন থেকে বলতে চাই সমস্ত মাফিয়া ও ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করতে হবে। যারা জনগনের কাছে চিহ্নিত তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। নির্বাচনকে বাধা গ্রস্ত করবার জন্য সংস্কার প্রস্তাব নামে একটি ষড়যন্ত্রকে দাড় করিয়ে দিয়েছে। আজকে যারা সংস্কারের কথা বলছেন অথচ বিএনপি আরো দু বছর আগে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছিল।এদেশের জনগন চিন্তা করার আগেই দিয়েছিল। কিন্তু একটি দুস্কৃতিকারী মহল হাসিনার পা চাটা গোলামরা সুক্ষ ভাবে সংস্কার প্রস্তাব দাড় করিয়ে দিয়ে নির্বাচনকে বাধা গ্রস্ত করতে চাই।

আগামীর গনতন্ত্রকে বাধা গ্রস্ত করতে চাই। আপনাদের সজাক থাকতে হবে। আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এমনকি আমাদের নেতৃর ওপর।অনেক নেতাকর্মীর নামে মিথ্যা মামলা করা হয়েছিল। আমি স্পষ্ট ভাবে বলতে চাই প্রশাসনের যে সমস্ত কর্মকর্তারা আমাদের নেতা সহ নেতাকর্মিদের ওপর হত্যা নির্যাতনের মামলা করেছিল অবিলম্বে তাদের আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করে শাস্তির ব্যাবস্থা করতে হবে। চারিদিক থেকে বাংলাদেশে ষড়যন্ত্র ধেয়ে আসছে।আর এই ষড়যন্ত্র থেকে রেহাই পাবার একমাত্র উপায় হলো অবাধ সুষ্ঠু নির্বাচন।আর নির্বাচনের মাধ্যমে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া সম্ভব।বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ( বিভাগীয়) অনিন্দ ইসলাম অমিত আজ ৩ ডিসেম্বর সন্ধা ৬ টায় দৌলতপুর থানা বিএনপির দ্ধি – বার্ষিক সন্মেলনে দৌলতপুর শহীদ মিনার প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্য রাখবার কালে এ কথা বলেন।

দৌলতপুর থানা বিএনপির আহবায়ক মোর্শেদ কামালের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ ইমাম হোসেনের পরিচালনায় দৌলতপুর থানার দ্ধি- বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, প্রমুখ।এর আগে সন্মেলনের উদ্ধোধনী ঘোষণা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।এরপর সভার আহবায়ক প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এর পরে দ্ধিতীয় অধিবেশন দৌলতপুর আঞ্জুমান রোড ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে অনুষ্ঠিত হয়।কাউন্সিলদের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নির্বাচন ভোটারদের সম্মুখে গোপন কক্ষে অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রেহানা ঈসা ও সদস্য এ্যাড: নুরুল হাসান রুবা দ্ধয় কাউন্সিলদের সম্মুখে সভাপতি হিসেবে মোর্শেদ কামাল,সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুল সহ উভয়কে আগামী দু বছরের জন্য নির্বাচিত ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর