বিশেষ প্রতিনিধিঃ প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের রেমিট্যান্স যোদ্ধাদের উদ্যোগে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দির নির্দেশনায় গত ২৭ এপ্রিল চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ছিন্নমূল ৫ শতাধিক পথ শিশু ও বয়স্কদের মাঝে ঈদ উপহার হিসেবে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাও. রেজাউল করিম তালুকদার, মাও. এনাম রেজা কাদেরী, এইচটি বাংলা টিভির সম্পাদক মো. ইসমাইল হোসেন, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কোর মো. জাহেদুল ইসলাম, চট্রগ্রাম ইতিহাস চর্চা বিভাগের সভাপতি সোহেল মো. ফখরুদ্দিন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও
বাংলাদেশ প্রতিনিধি সাংবাদিক মো. আরফাত হোসেন, আরব আমিরাত প্রতিনিধি মো. আব্দুল করিম, মাও. ফয়েজ উল্লাহ খতিবি, মাও. আবুল কাশেম আনছারী, মো. আব্দুল মতিন, মো. আকতার, সৈয়দ আবরার উল্লাহ সমরকন্দি প্রমুখ।
প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি প্রবাসী যথাক্রমে মো. দিদারুল আলম, মো. ওহিদুল আলম , মো. হারুনুর রশিদ, মো. আলী আকবর, এম এ মালেক, সৈয়দ মুহাম্মদ কামরুল হাসান, মো. আব্দুন নুর, মো. খাইরুল বশর, মো. এরশাদ হোসেন, এয়াছিন আলম,জয়নাল আবেদীন, সাদ্দাম হোসেন, মোবারক হোসেন, শহীদুল আলম,
বিল্লাল হোসেন, এয়ার মোহাম্মদ চৌধুরী, আমানত খাঁন,মো. সেলীম, মহিন উদ্দীন রাজু,আনোয়ার হোসেন,রাজু আহমদ, সাইফুল ইসলাম বাবু, মুজিবুর রহমান, নাঈমুদ্দীন কাদেরী সহ অসংখ্য মধ্যপ্রাচ্য প্রবাসী উক্ত সংগঠনের সঙ্গে নিরলস কাজ করে যাচ্ছেন।