আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রবাসীর বাড়ি পোড়ানো মামলায় র‍্যাবের হাতে বিএনপি নেতা গ্রেপ্তার


রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার পতনের পর ওমান প্রবাসী ব্যবসায়ীর বাড়ি পোড়ানো মামলায় র্য্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন মুহাম্মদ আজিজুল হক (৫৫) নামে এক বিএনপি নেতা।

আজ রোববার সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লয়েল রােডস্থ একটি ব্যাংক কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে র্য্যাব চট্টগ্রাম-৭ এর একটি দল৷ পরে একই দিন বিকেলে রাউজান থানায় তাঁকে হস্তান্তর করা হলে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

দলীয় সূত্র জানায়, গ্রেপ্তার আজিজুল ডাবুয়া ইউনিয়ন বিএনপি নেতা এবং সাবেক যুবদলনেতা ছিলেন। তিনি ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামের বাসিন্দা।

প্রবাসীর করা মামলার এজাহারে উল্লেখ করা হয় গত ৩০ সেপ্টেম্বর ৫০ থেকে ৬০ জন অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে ইয়াসিন চৌধুরীর বাড়িতে লুটপাট করার পর আগুন দেয়া হয়। এসময় একটি ব্যক্তিগত গাড়িও পুড়ে দেওয়া হয়।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আজিজুল হকের বিরুদ্ধে গত ৩০ সেপ্টেম্বর উপজেলার চিকদাইরের বাসিন্দা ওমান প্রবাসী ব্যবসায়ী এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরীর দুটি বাড়ি পোড়ানের অভিযোগ আছে। এমামলায় তিনি প্রধান আসামী। এছাড়া অস্ত্র আইনে আরও দুটি মামলায় পরোয়ানা রয়েছে তাঁর। তবে বিগত সময়ে আজিজুলের বিরুদ্ধে হত্যাসহ মোট ১২ টি মামলা ছিলো।

ভুক্তভুগি এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী যুক্তরাজ্য থেকে মুঠোফোনে বলেন, সেদিন ৫০ থেকে ৬০ সন্ত্রাসী মোটরসাইকেল ও অন্যান্য বাহনে করে এসে তাঁর বাড়িতে লুট পাট করে আগুন দেয়। তিনি বলেন, সেদিন নিয়ে আসা এতগুলো অস্ত্র উদ্ধার করা না গেলে তাঁর এলাকায় অপরাধ বাড়বে। তিনি এসব অস্ত্র উদ্ধারের দাবী জানান প্রশাসনের প্রতি।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ আলমগীর বলেন, আজিজুল হকের বিরুদ্ধে বাড়ি পোড়ানোসহ আরও দুটি অস্ত্র মামলায় পরোয়ানা রয়েছে। তাঁকে র্য্যাব হস্তান্তরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর