এইচ,এম শহীদ, পেকুয়া প্রতিনিধিঃ
পেকুয়ায় টৈটং এডুকেশন ফাউন্ডেশন (টেফ) মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর সনদ প্রদান ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে টৈটং ইক্বরা স্কুল এন্ড কলেজের মাঠে টৈটং এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে এই সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আমিরুল মোস্তফা। প্রধান আলোচকের বক্তব্য রাখেন, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজের অধ্যাপক মোহাম্মদ জাকের হোছাইন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেফ এর সাবেক চেয়ারম্যান ও ডাইরেক্টর লায়ন নুরুল আবছার, সাংস্কৃতিককর্মী এফ এম সুমন, টৈটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রাশেদ হোসাইন, টৈটং ইক্বরা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোহাম্মদ আজহারুল ইসলাম, পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ মহসিন, পেকুয়া কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের আহবায়ক মোহাম্মদ নুরুল আমিন।
এসময় বক্তারা বলেন, কক্সবাজারসহ এঅঞ্চলে প্রতিযোগীতামুলক শিক্ষার প্রচার প্রসারে কাজ করে যাচ্ছেন টৈটং এডুকেশন ফাউন্ডেশন যার জন্য সংগঠনটিকে ধন্যবাদ দেয়া দরকার।
এতে আরো বক্তব্য রাখেন, পরীক্ষা নিয়ন্ত্রক ও টৈটং এডুকেশন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ আবু বকর সিকদার, গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন, সম্মানিত ডাইরেক্টরবৃন্দ, টৈটং এডুকেশন ফাউন্ডেশনের যথাক্রমে মাওলানা মুহাম্মাদুল্লাহ ফিরোজ, ডা. ফরিদুল আলম, মাষ্টার জয়নাল আবেদীন, এইচএম আতাউল্লাহ, আব্দুল মাবুদ, এম মকবুল আলী, আব্দুল মজিদ, মাস্টার তারেকুল ইসলাম ও বৃত্তিপ্রাপ্ত ২ দুই শিক্ষার্থী।
জানা যায়, এবারের ১৪ তম টেটং এডুকেশন ফাউন্ডেশন (টেফ) মেধাবৃত্তি পরীক্ষায় ১৩৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে রাজাখালী ফৈজুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদ তুলে দেন অতিথিরা ।