আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোস্ট গার্ড

মিয়ানমার থেকে আনা ১৩ স্বর্ণের বার উদ্ধার


প্রতিবেশি দেশ মিয়ানমার থেকে বার্মিজ গুড়ের ভেতর লুকানো অবস্থায় আনা ১ কোটি ৫২ লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকী।

তিনি বলেন, টেকনাফের বরইতলী এলাকায় নাফ নদী থেকে নেমে এক লোক একটি হলুদ বস্তাসহ পালিয়ে যাচ্ছে এমন খবর আমাদের কাছে আসে। পরে বিষয়টি টেকনাফ কোস্টগার্ড স্টেশনকে আমরা জানাই। তারা সেখানে অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ওই লোক একটি হলুদ বস্তা রেখে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে আমরা বস্তাটি খুলে ৩০ কেজি বার্মিজ গুড় পাই। সে গুড়ের ভেতর থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করি। প্রতিটি স্বর্ণের ওজন ১৬৬ গ্রাম। যার আনুমানিক বাজার দর ১ কোটি ৫২ লাখ টাকা।

এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উদ্ধার করা স্বর্ণের বার গুলো টেকনাফ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর