উত্তর পতেঙ্গা জেলে পাড়া মৎস জীবি সমবায় সমিতির আলোচনা সভা গত ২১ মে রাত ৯ টায় কাটগড় জেলে পাড়া সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে জেলে পাড়া মৎসজীবি সমবায় সমিতির সভাপতি সোনা বাবু জলদাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন , সমিতির সহ-সভাপতি কাঞ্চন জলদাশ,সাধারণ সম্পাদক শ্যামল দাশ,অর্থ সম্পাদক লক্ষন জলদাশ ও রানা জলদাশ,
সদস্য পান্না দাশ,মন্টু দাশ,কিরন দাশ,রবীন্দ্র দাশ,নিতায় দাশ,বিকাশ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,প্রতিবছর ইলিশের মৌসুমে বহিরাগত জেলেদের কারণে কাটগড় জেলে পাড়া এলাকার প্রকৃত জেলেরা ক্ষতিগ্রস্ত।
মৎস্য অধিদপ্তরের সকল নিয়ম মেনে আমরা মৎস্য আহরণ করি। বছরে ৫ মাস আমরা সমুদ্রে মাছ ধরতে পারি। বাকি সময়টুকু আমাদেরকে বেকার থাকতে হয়। ভিজিএফের যে চাল তা দিয়ে সংসার চলে না। বিকল্প কর্মসংস্থান, প্রণোদনা, স্বল্প সুদে ঋণগ্রহণ থেকে আমরা জেলে পরিবার গুলো বঞ্চিত।
২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মৎস্য আহরণ নিষিদ্ধ কালীন সময়ে জেলেরা পরিবার ও ব্যবসা বাঁচাতে ধার দেনা ঋণের কারণে এখনো বিভিন্ন মামলায় জর্জরিত।
Leave a Reply