প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী
বোয়ালখালী ৬নং পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর সংলগ্ন মোহাম্মদ জালাল উদ্দিন ফকির মাইজভান্ডারীর ৭ বার্ষিকী ফাতেহা শরীফ শত শত ভক্ত সমাবেশর মাধ্যমে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। উপস্থিত ভক্ততের সামনে হাম নাদ মাইজভান্ডারির জিকিরসহ সারারাত তবরক বিতরণ করা হয়।
সেখানে উপস্হিতি এক ভক্ত মোহাম্মদ হারুন ও দরপপাগার নিবাসী মোহাম্মদ আলমগীর জানায় এখানে শুধু পুরুষ ভক্তরা সমাগম ঘটেছে তা- নয় শতশত মহিলা, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টাব্দ সব জাকের মানুষের সমাগম ঘটেছে।
সেই দরবারের প্রধান শেখ মোহাম্মদ মোর্শেদ আলম মানিক, সবার মানিক ভাই -চাটগাঁ সংবাদকে বলেন এখানে সবাই একজাতী এক প্রান। প্রত্যেক ধর্মের মানুষের জন্য আমরা আলাদা -আলাদা ভাবে ব্যবস্হা করেছি।
সব মিলিয়ে এ দরকারে শৃঙ্খলা সবাইকে মুগ্ধ করেছে।