আনোয়ার হোছাইন: ‘আইন মেনে চালাব গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কক্সবাজার সার্কেলের উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের জন্য দিনব্যাপী রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের আওতায় আয়োজিত এই কর্মশালায় চালকদের পেশাগত দক্ষতা ও নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থার প্রতি তাদের সচেতনতা বৃদ্ধি করাই ছিল মূল উদ্দেশ্য।
সোমবার (২১ এপ্রিল) কক্সবাজার শহরের অরুণোদয় স্কুল সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক পেশাজীবী চালক অংশগ্রহণ করেন।
কর্মশালায় (বিআরটিএ) কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) উথোয়াইনু চৌধুরী'র সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাঃ শাহ মুহাম্মদ ফাহিম ফায়সাল, কক্সবাজার ট্রাফিক ইন্সপেক্টর মুহাম্মদ খসরু, মোটরযান পরিদর্শক মুহাম্মদ মামুনুর রশীদ, বিআরটিএ’র মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মুহাম্মদ ইউসুফ।
সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ শাহ মুহাম্মদ ফাহিম ফয়সাল বলেন : “ড্রাইভিং শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি বড় দায়িত্ব। চালকদের শারীরিক ও মানসিক সুস্থতা, পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতন হওয়া জরুরি। দুর্ঘটনার সময় প্রাথমিক চিকিৎসার জ্ঞান থাকলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব। এই কর্মশালায় সে বিষয়েও আলোচনা করা হয়েছে।”
কক্সবাজার ট্রাফিক ইন্সপেক্টর মুহাম্মদ খসরু বলেন, “সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন জানা ও মানা বাধ্যতামূলক। অনেক সময় দেখা যায়, অজ্ঞানতাবশত চালকরা আইন লঙ্ঘন করেন। তাই এমন প্রশিক্ষণের মাধ্যমে তারা সঠিক নিয়ম ও বিধিবিধান সম্পর্কে সম্যক ধারণা পাবেন, যা ট্রাফিক ব্যবস্থাপনা সহজ করবে।”
মোটরযান পরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, “যানবাহনের সঠিক রক্ষণাবেক্ষণ না থাকলে তা দুর্ঘটনার কারণ হতে পারে। নিয়মিত চেকআপ, ব্রেক, লাইট ও অন্যান্য যান্ত্রিক অংশ ভালো অবস্থায় রাখা একজন চালকের দায়িত্ব। প্রশিক্ষণের মাধ্যমে এসব বিষয়ে চালকদের আরও সচেতন করা হয়েছে।”
সহকারী মোটরযান পরিদর্শক মোহাম্মদ ইউসুফ বলেন, “নতুন প্রজন্মের চালকদের মাঝে প্রযুক্তি ব্যবহারের আগ্রহ বাড়ছে। আমরা এই কর্মশালায় চালকদের আধুনিক যানবাহন প্রযুক্তি, জ্বালানি সাশ্রয়ী চালনা এবং পরিবেশবান্ধব ড্রাইভিং নিয়েও ধারণা দিয়েছি। আশা করি তারা বাস্তবে তা প্রয়োগ করবে।”
বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) উথোয়াইনু চৌধুরী সভাপতি এর বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের পেশাগত জ্ঞান ও নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই চালকরা শুধু দক্ষভাবে গাড়ি চালাক না, বরং আইন ও দায়িত্ববোধের সঙ্গে চালাক। এই রিফ্রেশার কর্মশালার মাধ্যমে চালকদের মধ্যে সচেতনতা তৈরি হবে, যা দুর্ঘটনা হ্রাসে ভূমিকা রাখবে।”
কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক চালককে ৩০০ টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়, যা উপস্থিত চালকদের মাঝে বিশেষ উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে।
বিআরটিএ’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চালকরা জানান, এই ধরনের প্রশিক্ষণ নিয়মিত হলে তারা আরো দক্ষ ও সচেতন হয়ে উঠবেন, ফলে সড়কে দুর্ঘটনা কমবে এবং যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন।