আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পেকুয়ায় সরকারী গাছ কেটে পাচারের অভিযোগ এক প্রভাবশালীর বিরুদ্ধে


এইচ এম শহীদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি 

কক্সবাজারের পেকুয়া বারবাকিয়া বুধামাঝির ঘোনা ইফাত সাইক্লোন শেল্টার মজিব কেল্লার পুকুরের মাছ ও গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ বুধামাঝির ঘোনা এলাকার শামসুল আলমের পুত্র প্রভাবশালী আলী হোসেনের বিরুদ্ধে ।

বারবাকিয়া ইউপির ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার জাহানারা বেগম জানান- আলী হোসেন সরকারি সাইক্লোন শেল্টারের জমি,পুকুর ভুয়া কাগজ পত্র দেখিয়ে দখল করে রেখেছে আনেক দিন। গত ১ আগস্ট পেকুয়া উপজেলা নির্বাহী কার্যাল-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা হইতে একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে এতে উল্লেখ করেন- অস্থায়ী ভিত্তিতে বারবাকিয়া বুধামাঝির ঘোনা মজিব কেল্লার মোজার ৯৩৫ নং খতিয়ানের ৪ একর ৫০ শতক জমি ও পুকুর রক্ষণাবেক্ষণের আদেশ দেন- অত্র বারবাকিয়া ইউপির মহিলা মেম্বার জাহানারা বেগম ও গ্রাম পুলিশ ইউসুফ কে।

অভিযোগ কারী জাহানারা বেগম আরো বলেন- আলী হোসেনের বিরুদ্ধে ইফাত সাইক্লোন শেল্টারের জমি ও পুকুর ছেড়ে দেওয়া জন্য বারবার তাগিদ দেওয়া হলে গত ৯ অক্টোবর সাইক্লোন শেল্টারের জমি ও পুকুর ছেড়ে দেওয়ার একটি মুচলেকা দেন- আলী হোসেন।
কিন্তু প্রভাবশালী আলী হোসেন স্থানীয় প্রভাব কাটিয়ে সরকারি সাইক্লোন শেল্টারের পুকুরের মাছ ও গাছ কেটে বিক্রি করে দেন। আজ অবধি পর্যন্ত সাইক্লোন শেল্টারের জমি ও পুকুর ছেড়ে দেননি – আমি সাইক্লোন শেল্টার জমিতে ও পুকুর পাড়ে ঘের/ টেংরা দেওয়ার কাজ করছি গত শনিবার কে বা কারা বাঁশের টেংরা ভেঙে ফেলেছেন গাছ কেটে নিয়ে গেছেন । উক্ত বিষয়ে জানতে চাইলে আলী হোসেন বলেন- বুধামাঝির ঘোনা ইফাত সাইক্লোন শেল্টার জমি ও পুকুর রক্ষণাবক্ষেণের মেয়াদ শেষ হয়নি তবু প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছেড়ে দিয়েছি শুধু আমার রোপিত ধান চাষ রয়েছে কয়েকদিন সময় নিয়েছি ফাঁকা ধান কাটার জন্য । আমি কোন টেংরা ভেঙে ফেলেনি, আমার রোপিত গাছ আমি কেটে নিয়েছি। তারপরেও সাইক্লোন শেল্টারের জমি ও পুকুর রক্ষণাবক্ষেণের কাজ করতে পারবেন নিযুক্ত প্রতিনিধিরা- এতে আমার কোন অভিযোগ বা চাহিদা নেই ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর