আজ ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ায় মডেল মসজিদ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন


এইচ,এম শহীদ পেকুয়া প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজার সংলগ্ন এলাকায় নির্মাণ করা হয়েছে তিনতলা মডেল জামে মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। গণপূর্ত অধিদপ্তর এর নির্মাণকাজ সম্পন্ন করে।সোমবার সকাল ১০টায় এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে এই মডেল মসজিদ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে সমাজের অপরাধ প্রবণতা কমে আসবে।মসজিদ কমিটির সভাপতি পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান।চট্টগ্রাম গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একিউএম শাহজালাল মজুমদার, প্রকল্প পরিচালক (জেলা, উপজেলা) ফেরদৌস-উজ-জামান, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা ডিডি ফাহমিদা বেগম, ইসলামিক ফাউন্ডেশন পেকুয়া উপজেলা সুপারভাইজার নুরুল হক সিকদারসহ স্থানীয়রা এ সময় উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর