এইচ. এম শহীদ, পেকুয়া-প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় লবণ ব্যবসায়ী জামাল উদ্দিন লুৎফা, তার ভাই ইউপি সদস্য কামাল উদ্দিন ও লুৎফার ছেলে জয়নাল আবেদীনকে প্রকাশ্যে কুপিয়ে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় দুই আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন ও সমশু উদ্দিনকে জেল হাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায় বিজ্ঞ আদালত এমন তথ্য নিশ্চিত করেন বাদী মোঃ এনাম।
মামলার বাদী মোঃ এনাম জানান, আওয়ামীলীগের নাম দিয়ে হেলাল ও সমশু বিগত সময়ে নানা অপকর্ম করেছেন। নিরহ লোকজনের উপর হামলা, ভূমিদস্যুতা, মামলা দিয়ে হয়রানিসহ তাদের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। সংঘবদ্ধ একদল সন্ত্রাসী বাহিনী গঠন করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ২০২৪ সালের ১৯ নভেম্বর মগনামা ইউনিয়নের ছেরাং ঘোনা এলাকায় সন্ত্রাসী কায়দায় আমার ব্যবসায়ী পিতা, চাচা ও ভাইকে প্রকাশ্যে কুপিয়ে আহত করে বহু অপকর্মের হোতা আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন, সমশু ও মামুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী। সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হামলার ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়। এরপর থানায় মামলা দায়ের করি। ওই মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মামলার তদন্তকারী কর্মকর্তা আপনকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে মনগড়া তথ্য দিয়ে তড়িগড়ি করে চার্জসিট পাঠায় আদালতে। এরপর তারা আদালত থেকে জামিন নিতে গেলে আমরা বিজ্ঞ আদালতকে ঘটনায় সংশ্লিষ্ঠ ভিডিও গুলো দেখালে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। কয়েকজন জামিনে বের হয়ে আমাদের আবারো প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
বাদীর আইনজীবী মোঃ এহেসান জানান, হামলার ঘটনায় সেই সময় ভিডিও ফুটেজ ধারণ করে রাখা হয়েছিল। বিজ্ঞ আদালতকে সেই বিষয়ে অবগত করলে দুইজনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
Leave a Reply