এইচ,এম শহিদ, পেকুয়া প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে দুপক্ষের মাঝে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষে ১২জন আহত হয়েছে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ২জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
২৫ নভেম্বর সোমবার রাত ৭টার দিকে মগনামা ইউনিয়নের ঘাটমাঝির পাড়ার মনিরের ছেলে রাসেল ও আবুশামা গং এর মধ্যে স্কেভেটরের তেল চুরির ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ২নং ওয়ার্ড সদস্য আমিরের মালীকানাধীন স্কেভেটর স্থানীয় মসজিদ সংলগ্ন কবরস্থানের মাটি ভরাটের জন্য নিয়ে আসে। স্কেভেটরের তেল চুরির ঘটনায় রাসেলকে লোকজন দেখলে সমাজের সর্দার শাহজাহান(৬০) রাসেলকে তেল চুরি কেন করেছ জিজ্ঞেস করলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। স্থানীয় মেম্বার আমির বলেন, তেল চোর ধরা খেয়েছে খবর পেয়েছ দেখতে গিয়ে দেখি সংঘর্ষ চলছে, দুপক্ষের লোকজনকে থামিয়ে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেয়া অবস্থায় আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা,জিয়াউদ্দিন বলেন চিকিৎসা নিতে আস রোগীর স্বজনরা হাসপাতালের ভিতরে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পেকুয়া থানার এস,আই বিল্লাল বলেন, দুপক্ষের দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞেসাবাদ করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। আহতরা হল, হালিমা(৪৫), সায়েম(২২), নুরুল ইসলাম (২৫), সাজ্জাদ(১৫), আবুল শামা(৬০) আরফান(৩০), শাহজাহান (৬৫), নুরু, (৪৫), মনির(৪৯)নুরুল আমিন(১০), মানিক(২৬),আব্বাস(৩৪)। আহতদের শাহজাহান ও হালিমাকে চমেকে প্ররন করা হয়েছে।