কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পেকুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৮শে নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার সময় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী-সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- পেকুয়া উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা এসিল্যন্ড নুর পেয়ারা বেগম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডা, মজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব রমিজ উদ্দিন, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মৌ: এএইচএম বদিউল আলম, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ-মো:আলী, পেকুয়া বি এম আই কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম চৌধূরী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাশেম, পেকুয়া উপজেলা জামায়াতের নেতা মৌ: নুরুজ্জামান মনজু, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম আবদুল্লাহ আনসারী, পেকুয়া উপজেলা ছাত্র আন্দোলনের সম্ননক হীরন ছরুয়ার।
- ১৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে নিহত ১ম শহীদ ওয়াসিম আকরাম একজন মেধাবী ছাত্র ছিলেন তিনি সবসময়ই চিন্তা করতেন দেশ ও জাতির স্বার্থে কি করা যায়। স্বাধীন বাংলার পতাকায় আমাদের মাঝে নেই শহীদ ওয়াসিম আকরাম। তিনি সবসময়ই আমাদের মাঝে বেঁচে থাকার অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। শহীদ ওয়াসিম আকরাম কে স্মরণ করে পেকুয়ায় একটি সরকারি/বেসরকারী প্রতিষ্ঠান তৈরির জোর দাবি জানান সম্মানিত বক্তারা। এবং শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় প্রশাসনের প্রতি।
পেকুয়ায় জুলাই-আগস্ট ২০২৪ গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বরণে স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বৈষম্য ছাত্র আন্দোলনে চট্টগ্রামে নিহত শহীদ ওয়াসিম আকরামের পিতা,মাতা ও ভাই ,পেকুয়া সরকারি মডেল জিএমসির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিসেস মারুফা দিদা , পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক এম দিদারুল ইসলাম,মগনামা ইউপির প্রশাসনিক কর্মকর্তা রাজ্জাক,উজানটিয়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা আবু তৈয়ব, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ, সম্পাদক শাহেদ ইকবাল, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক এইচ,এম শহীদ, সাংবাদিক আমিনুল ইসলাম বাহার ও মুফিজুর রহমান সহ রাজনৈতিক,সংস্কৃতিক, বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিগণ।
এইচ এম শহীদ, পেকুয়া প্রতিনিধি,