আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পূর্ব গোমদন্ডী প্রগতিসংঘের উদ্যােগে অষ্ট প্রহরব্যাপি মহোৎসব অনুষ্ঠিত


প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী

বোয়ালখালী পৌরসভাস্হ পূর্ব গোমদন্ডী জ্বালাকুমারী মাতৃমন্দীরে ১৯ও ২০ তারিখ দুইদিন ব্যাপি কীর্ত্তণ গীতাপাঠ, মহাপ্রসাদের মধ্যে দিয়ে হাজার, হাজার, ভক্ত সনাতনীদের উপস্থিতিতে অস্প্রদায়িক ভ্রাতৃত্বের বন্ধনে সবার সাবার সার্ব্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। ১৯তারিখ ভক্তিমুলক গান,ও এ্যাডভোকেট মুকুল কান্তি দেব অধীবাসের শুভ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুভসুচনা হয়।

পুরোহিতিত্ব করেন, পন্ডিত তাপস চকণবর্ত্তী, মন্দিরের সাধারণ সম্পাদক লিটন গুহ দৈনিক স্বাধীন সংবাদকে বলেন এ উৎসবটা শুধু হিন্দুদের না এখানে মুসলমান সম্প্রদায়েরা আমাদের সহযোগিতা করে।তাঁরা এসে সব সময় খবরা খবর নেই। আমরা তাঁদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বোয়ালখালী উপজেলা সাবেক আহ্ববায়ক শওকত হোসেন গত কাল বিকালে এসে পরিদর্শন করেছেন। আমরা মন্দির পরিচালনা পরষদের পক্ষ খেকে শওকত ভাইকে অনেক, অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।

আমাদের উৎসে পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দির পরিচালনা পরষদের,পক্ষে বিভু পদ ঘোষ,সভাপতি শ্যামল চৌধুরী, সাধারণ সম্পাদক অনিল দে, সুহৃদ ক্লাবের সভাপতি ডা:প্রভাস চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, সিনিয়র সহসভাপতি বিকাশ কান্তি সিকদার, আরো উপস্থিত ছিলেন,সাবেক সাধারণ সম্পাদক উৎপল দত্ত , যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু ঘোষ,টিকলু চৌধুরী,
সুব্রত দত্ত রাজু, রাজু দে, চিন্ময় চৌধুরী, প্রিয়ন্জিত চক্রবর্ত্তী,বিজয় চক্রবর্ত্তী,নিরু দে প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর