সাঈদুর রহমান চৌধুরী: চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী ডিটি রোড এলাকায় বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে প্যাজেকড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করার অপরাধে সালসাবিল ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার(২৯ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাফিল জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়৷ এসময় বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার(সিএম) আলী আকবর সোহেল ও পরিদর্শক(মেট্রোলজি) মামুনুর রহমান উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক(সিএম) নিখিল রায় বলেন,’নগরীর পাহাড়তলী ডিটি রোড এলাকায় সালসাবিল ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠান বাধ্যতামূলক সিএম লাইসেন্স ও মোড়কজাত গ্রহন না করে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে ১ মাসের মধ্যে লাইসেন্স গ্রহণ করবে মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়।’ তিনি আরও বলেন,যেসব প্রতিষ্ঠান বৈধ লাইসেন্স না নিয়ে ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করছে তাদের কারখানায় নিয়মিত অভিযান চলমান থাকবে।
Leave a Reply