আজ ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ ‘পাঁচফোড়ন’


বিনোদন ডেস্ক: ফাগুন অডিও ভিশন তথা হানিফ সংকেত প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করেছেন বিশেষ ‘পাঁচফোড়ন’। দেশের বিভিন্ন তারকা শিল্পীরা বিভিন্ন আঙ্গিকে বিষয় ভিত্তিক এই অনুষ্ঠানের উপস্থাপনা করে থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। ‘পাঁচফোড়ন’র এবারের পর্বে দেখা যাবে পহেলা বৈশাখের দিনে এক দম্পতি বৈশাখ নিয়ে তাদের স্মৃতির ঝাঁপি খুলে বসে।

পহেলা বৈশাখ নিয়ে তাদের বিভিন্ন কথোপকথনের ফাঁকে ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোর্টিং। এবারের ‘পাঁচফোড়ন’-এ স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় তারকা দম্পতি বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার।

বাংলা বর্ষবরণ নিয়ে এবারের পাঁচফোড়নে ‘নবীনের ডাক এসো’ শিরোনামে একটি গান গেয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই কণ্ঠ দিয়েছেন ‘পঞ্জিকাটা বদলে গেল’ শিরোনামে আর একটি গানে। গানটির কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু। দুটি গানেরই সুর-সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যান। নান্দনিক চিত্রায়ন ও শিল্পীদের চমৎকার অভিনয় সমৃদ্ধ গানগুলো দর্শকদের ভালোবাসার আনন্দ দেবে। এছাড়া গাছের পাতা দিয়ে চমৎকার গানের সুর তুলেছেন মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে আমাদের বিভিন্ন ঐতিহ্যবাহী শাড়ি বিশেষ করে বৈশাখের শাড়ি ও তাঁতের শাড়ি বিক্রির সবচেয়ে বড় হাট সিরাজগঞ্জের শাহজাদপুরের কাপড়ের হাটের ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। কর্মহীন গৎবাঁধা জীবন থেকে বের হয়ে জীবনকে গল্প-গুজব, হাসি-আনন্দে ভরে তুলতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের কিছু যুবক মিলে প্রতিষ্ঠা করেন একটি ব্যতিক্রমী ক্লাব ‘চাপালী যুব সংঘ’। এই ক্লাবের মাধ্যমে প্রবীণদের কর্মকাণ্ড নিয়ে রয়েছে আর একটি প্রতিবেদন।

‘পাঁচফোড়ন’ যেহেতু বিশেষ দিন উপলক্ষে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়েই বিভিন্ন ধরনের নাট্যাংশ করা হয়। এবারও বৈশাখের ওপর বেশ ক’টি ব্যঙ্গাত্মক এবং রসাত্মক নাট্যাংশ রয়েছে। এতে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, কাজী আসাদ, মোহাম্মদ বারী, শাহেদ আলী, সুজাত শিমুল, আনোয়ার শাহী, আনোয়ারুল আলম সজল, নজরুল ইসলাম, সুর্বনা মজুমদার, জাহিদ শিকদার, জাহিদ চৌধুরী, মতিউর রহমান, বাহার, রতন খান, পুতুল, রেশমা, আলভীসহ আরও অনেকেই।

অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে আগামীকাল সোমবার (১৪ এপ্রিল, ১লা বৈশাখ), রাত ৭টা ৫০ মিনিটে। পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে। ‘পাঁচফোড়ন’ নির্মাণ করেছে দেশের খ্যাতিমান নির্মাতা হানিফ সংকেত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর