নিজস্ব প্রতিনিধি: পশ্চিম কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা ও চিত্রাংকনসহ আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান শিক্ষক মিতা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াইশ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পশ্চিম কাটগড় শহীদ ইউনুস সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হুমায়ূন কবির। এতে বক্তব্য রাখেন মাষ্টার মোং জামাল উদ্দীন, কান্ঞ্চন ভট্টাচার্য, মোং আকতার হোসেন। শিক্ষক প্রতিনিধি জেসমিন আক্তার রুমি,পলি সারমিন,নাজমা আকতার, পলি চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে পরিচালনা কমিটির সভাপতি মোঃ হুমায়ূন কবির বলেন, ৫১ বছর পরেও ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি জাতিসংঘের স্বীকৃতি ও বিশ্ব দরবারে এই ভাষণটি জনপ্রিয়তা লাভ করে।