শ.ম.গফুর: সেদিন বিদ্যালয় ছিল তালাবদ্ধ। পরীক্ষায় অংশ নেওয়ার এক ঘন্টা আগেই জানতে পারেন প্রবেশপত্রও আসে নাই।এ খবর পেয়ে যেনো মাথায় আকাশ ভেঙ্গে পড়ে শিক্ষার্থীদের।ফলে এসএসসি পরীক্ষা দিতে না পারা সেই ১৩ জন পরীক্ষার্থী অবশেষে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পেয়েছে।অপরদিকে উখিয়ার হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের অভিযুক্ত প্রধান শিক্ষক মো. ইউনুসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) কামরুল হোসেন চৌধুরী।তিনি বলেন,উখিয়ার হলদিয়া পালং বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী চলমান এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে বাংলা প্রথম পরীক্ষায় অংশ গ্রহন করতে পারেনি। এ ঘটনায় জড়িত প্রধান শিক্ষক মো. ইউনুসকে আটকের পরে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় মঙ্গলবার থেকে ১৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন।
উখিয়ার রুমঁখা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন, হলদিয়া পালং বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থীর নিকট প্রবেশপত্র পৌঁছে দেওয়া হয়েছে। তারা পালং আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন।প্রবেশপত্র না পেয়ে গত বুধবার এসএসসির প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি ওই ১৩ শিক্ষার্থী। পরে শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে এবং ভাঙচুরের চেষ্টা করেন।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন,১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র আনতে গেলে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ইউনুস প্রবেশপত্র দিতে পারেনি। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে সংবাদ প্রচারিত হয়।
Leave a Reply