আজ ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পদুয়া ছাত্রদল নেতৃবৃন্দদের নিয়ে অপপ্রচার- প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সংবাদ সম্মেলন


নুরুল আবছার চৌধুরী নিজস্ব প্রতিবেদক,উত্তর চট্টগ্রাম >>> রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড কানুনবাজার-কমলাছড়ি আব্দুল হামিদ সড়ক নির্মাণে ছাত্রদলের নেতৃবৃন্দ চাদা দাবী করেছে বলে অভিযোগ তুলেছে একটি পক্ষ৷ এই নিয়ে গেল ২৬ ফেব্রুয়ারী একটি পক্ষ ছাত্রদলের নাম জড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এটিকে মিথ্যা অপপ্রচার উল্লেখ করে এতে জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে জানিয়ে সংবাদ সম্মেলন করেছে পদুয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পদুয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাতীদলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করে এই প্রতিবাদ জানানো হয়।এতে বক্তব্য দেন পদুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল্লাহ কাইসার দুলু, সাধারণ সম্পাদক ডা. সাইর আহমেদ, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবর, বান্দরবান সদর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ বাহাদুর আলম, পদুয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক নুরুল হুদা আমান, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলে যুগ্ম আহবায়ক বেদারুল আলম বেদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. আবু মুছা, মোহাম্মদ সোভেল তানভীর, পদুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জালাল হোসেন, উত্তরজেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ হামিদ, পদুয়া ইউনিয়নের সভাপতি মোহাম্মদ টিপু সুলতান, রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিএনপি নেতা মো. সালাম সওদাগর, যুবদল নেতা মোহাম্মদ আবু জাফর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মহিম, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম সাকিল প্রমুখ।নেতৃবৃন্দ জানান, পদুয়া ইউনিয়নের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ চাদাবাজির অভিযোগটি খতিয়ে দেখেন। এতে দেখা যায়, সম্প্রতি অবৈধ বালি মহালের প্রতিবাদ এবং সড়কের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় ছাত্রদল নেতৃবৃন্দের দোষারোপ করা হয়েছ। যারা অপপ্রচার করছে তারা আওয়ামী দোষর এবং তারা ইতিপূর্বে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলো। তাই এই অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে জড়িতদের চিহ্নিত করার আহবান জানান নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর