কাটগড় জেলেপাড়া সমুদ্র সৈকতে পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গাঁস্নানঘাট কমিটির উদ্যোগে ৩০ মার্চ ( বুধবার ) দিন ব্যাপী গীতা পাঠ ও ধর্মীয় অনুষ্ঠান,মহা প্রসাদ বিতরণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহাবারুণীস্নান মহোৎসব।
ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা রমনা কালি মন্দির ও জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা মিলন শর্মা,পঞ্চমাতা বিগ্রহ বাড়ির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ প্রেমময়ানন্দ ব্রহ্মচারী,
দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পরিচালক দীপ্ত দাশ,সমাজ সেবক সুবীর চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উত্তর পতেঙ্গা জেলে পাড়া মহাবারুণী ও গঙ্গা স্নান ঘাট কমিটির সভাপতি সোনা বাবু জলদাশ, সহ-সভাপতি পান্না জলদাশ, সাধারণ সম্পাদক শ্যামল দাশ,কাঞ্চন জলদাশ,কিরন জলদাশ,পরিমল জলদাশ, শুভ্রত জলদাশ প্রমুখ।
Leave a Reply