পতেঙ্গায় সনাতনী সম্প্রদায়ের অন্যতম শ্রী শ্রী রাম ঠাকুরের ১৬২ তম আবির্ভাব উৎসব উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা কাটগড়,হিন্দুপাড়া ১নং গলি’র , ব্রজেন্দ্র লাল দেবের বাড়ি প্রাঙ্গণে ৪ ফ্রেরুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় উৎসব কমিটির সভাপতি ব্রজেন্দ্র লাল দেবে’র সভাপতিত্বে এবং সাংবাদিক এস কে সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সদস্য প্রনব সাহা।
প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য
চন্দন দস্তিদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক দিলীপ তালুকদার, বাবুল চৌধুরী, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত বিমল দেব লিটন,মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য, রুপন বিশ্বাস, সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ডাঃ সুমন চৌধুরী, চিটাগাং চেম্বার অফ কমার্সের সদস্য সত্য ধর প্রমুখ।
শ্রী শ্রী রাম ঠাকুরের এই ২ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন উৎসব কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ব্রজেন্দ্র লাল দেব।
২ দিন ব্যাপী অনুষ্ঠানে ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা, প্রসাদ বিতরণ, গীতাপাঠসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।