আজ ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পতেঙ্গায় আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলন


নিজস্ব প্রতিনিধি:

গত মঙ্গলবার (২৮ জুন) পতেঙ্গার বাটার ফ্লাই পার্কে দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিগুলোর সম্মেলন শুরু হল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মাহবুব উল আলম হানিফ। সম্মেলন উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সম্মেলনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর ছালেহ আহমদ নতুন কমিটির সভাপতি এবং নুরুল আলমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। সম্মেলনে মাহবুব উল আলম হানিফ বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ওয়ার্ড কমিটিগুলোর সম্মেলন শুরু হয়েছে। জনগণের কাছে সরকারের সফলতা ও উন্নয়ন অগ্রগতির গল্প তুলে ধরতে হবে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছালেহ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, পতেঙ্গা থানা আওয়ামী লীগের আবদুল হালিম ও এমএম ইসলাম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর