পতেঙ্গা মুসলিমাবাদ বেড়িবাঁধ এলাকায় মানবেতর জীবনযাপন করছেন অসহায় হতদরিদ্র বৃদ্ধ মমতাজ মিয়া দম্পতি। যাদের নিজেদের থাকার মত একটি ভাল ঘর নেই, বৃদ্ধা স্ত্রীকে নিয়ে জরাজীর্ণ একটি টিনের ছাপড়ায় খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। সংসারে লাগামহীন নানা বোঝা টানতে টানতে এখন ক্লান্ত, সময়ের পরিক্রমায় হয়ে পড়েন অক্ষম, শক্তিহীন এই দম্পতি। সন্তানেরা যেন থেকেও নেই,খোঁজ খবর রাখে না বৃদ্ধ পিতা-মাতার।
মমতাজ মিয়ার মানবেতর জীবনযাপন কথা জানার পর পরই গতকাল ২০ ডিসেম্বর সন্ধ্যায়”চলার পথে ইসলাম ” এর নেতৃবৃন্দরা মানবতার হাত বাড়িতে দেন। চলার পথে ইসলামের পরিচালক মো.মামুন হোসাইন, উপদেষ্টা এ টি এম ইসমাইল এবং পতেঙ্গা আলোড়ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য সাইফ উদ্দিন নিজেদের কাঁদে বহন করে শীতের কম্বলসহ খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান মমতাজ মিয়ার কুড়ে ঘরে। চলার পথে ইসলামের মানবিক সহায়তা পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ মমতাজ মিয়া দম্পতি। এসময় চলার পথে ইসলামের পরিচালক মো.মামুন হোসাইন বলেন, মানবতার কল্যাণে আমাদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চলমান থাকবে। যার যার অবস্থান থেকে আমরা মানবিক কার্যক্রমে এগিয়ে আসলে পাল্টে যাবে সমাজের চিত্র।
Leave a Reply