ফারুকর রহমান বিন্জু, পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ইন্দ্রপোল এলাকায় একটি লবণ কারখানা ও মশার কয়েলের ফ্যাক্টরিতে গত শুক্রবার (২৮ জানুয়ারি) ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। স্থানীয় সুএে জানা যায়, আগুনে একটি লবণ কারখানা ও মশার কয়েলের ফ্যাক্টরিতে ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, পটিয়ার ইন্দ্রপুল এলাকায় গিয়াস উদ্দিনের মালিকানাধীন রূপালী সল্ট কারখানায় এ আগুন লাগে। ভোর সাড়ে ৫টার দিকে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা হতে পারে।