রাজীব আচার্য্য:
পটিয়ায় প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)র আয়োজনে সাংবাদিকদের ৩দিন ব্যাপী “বুনিয়াদি” ও “অনুসন্ধানী” শীর্ষক পৃথক দু’টি প্রশিক্ষণ ৯ আগস্ট মঙ্গলবার শুরু হয়েছে।
পটিয়া পৌরসভা মিলনায়তনে বুনিয়াদি প্রশিক্ষণ ও মাধ্যমিক শিক্ষা অফিস (বেনবেইস) মিলনায়তনে অনুসন্ধানী প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ দু’টিতে পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বোয়ালখালী, কর্ণফুলীসহ ৮ উপজেলার ৩৫ জন করে মোট ৭০ জন সাংবাদিক প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন ও শাহ শেখ মজলিশ ফুয়াদ প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন।
Leave a Reply