আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়া শোভনদণ্ডীতে লোককবি আশকর আলী পন্ডিতের ১০০তম ওফাত বার্ষিকী বুধবার


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

২৭ ফাল্গুন (১২ মার্চ ২০২৫) বুধবার উনিশ শতকের দেশবরেণ্য লোককবি, খ্যাতিমান পুঁথিসাহিত্যিক, প্রখ্যাত সাধক, চার ত্বরিকার সম্রাট হযরত আলহাজ্ব শাহছুফি আশকর আলী পন্ডিতের ১০০তম ওফাত বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম পটিয়া উপজেলার শোভনদণ্ডীর আশকর মঞ্জিল পণ্ডিত বাড়িতে বার্ষিক ওরশ শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় পণ্ডিতের মাজারে পুষ্পস্তবক অর্পণ, বাদে জোহর- খতমে কুরআন ও খতমে গাউছিয়া শরীফ, ৬টা ৫ মিনিটে ইফতার, বাদে মাগরিব- মিলাদ ও দোয়া মাহফিল, বাদে এশা ও তারাবী- পুঁথি পাঠ ও পণ্ডিতের জীবনী নিয়ে আলোচনা, ভোররাত ৩ ঘটিকায়- ফাতেহা ও আখেরী মুনাজাত, ভোররার সাড়ে ৩টায়- তাবারুক বিতরণ ইত্যাদি।
এতে আয়োজন কমিটি ও পণ্ডিত পরিবারের পক্ষ থেকে সকলের সবান্ধব উপস্থিতি কামনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর