আজ ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়া বারে নির্বাচন আশীষ চৌধুরী সভাপতি ও সুজন দেব সেক্রেটারি নির্বাচিত


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চট্টগ্রামের পটিয়া আইনজীবি সমিতির ২০২৫-২০২৬ কর্মবর্ষের নির্বাচন ২৭ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আশীষ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক পদে সুজন কান্তি দেব ও সহ-সাধারণ সম্পাদক পদে লুৎফুর রহমান রূপু নির্বাচিত হয়েছেন। পটিয়া বার প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ইতোপূর্বে এ নির্বাচনে সহ-সভাপতি পদে খুরশিদ আলম, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ রোকন উদ্দিন, পাঠাগার সম্পাদক পদে আরিফুর রহমান রিয়াদ কার্যনির্বাহী সদস্য পদে সানি দাশ, প্রিয়তোষ দাশ, মোঃ আমজাদ হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন প্রবীণ আইনজীবী এডভোকেট একেএম শাহজাহান উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট মুনিরুজ জাহান মুন্নী, এডভোকেট নাছরিন ফারুক মুনমুন। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট একেএম শাহজাহান উদ্দিন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পারায় সব ভোটারদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, চন্দনাইশের সন্তান আশীষ কুমার চৌধুরী ইতোপূর্বে বিরামহীন দু’বার নির্বাচিত হওয়ায় এবার হ্যাট্টিক করলেন। নবনির্বাচিতরা দায়িত্ব পালনকালে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর