পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে হাকিমে ত্বরিক্কত সৈয়দ ডা. মোজেহেরুল হক শাহ আমিরীর ১১২তম খোশরোজ শরীফ অনুষ্ঠিত হয়।
গত ৯ নভেম্বর আমির ভান্ডার শাহসুফী সৈয়দ ফৌজুল আজিম শাহ(ক.)এর মাজার প্রাঙ্গনে শাহসুফী সৈয়দ এয়ার মোহাম্মদ শাহ আমিরী (ম.) সভাপতিত্বে শাহজাদা সৈয়দ ফজলুল হক ফয়সাল শাহ আমিরীর(ম.) সহ সভাপতিত্বে এক আজিমুশান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে দেশ বরেণ্য প্রখ্যাত আলেম ওলেমাগণ উপস্থিত ছিলেন। মধুর কন্ঠের অধিকারী শায়েরগণ মনোমুগ্ধকর গজল পরিবেশন করেন।ভক্ত বৃন্দদের উপস্থিত মাহফিলে আলোচনা করেন আল্লামা গাজী মুহাম্মদ শফিউল আলম নিজামী(ম.)মওলানা হাফেজ আহমদ আল কাদেরী(ম.),আল্লামা সৈয়দ আশেকুল বারী(ম.),মওলানা সৈয়দ গোলাম মুহাম্মদ আবেদ শাহ চিশতি( ম.),আলহাজ্ব মওলানা শহীদুল হক হোছাইনী,শাহজাদা সৈয়দ মুহাম্মদ মুশকিল কোশা আমিরি(ম.)।
১১২ তম খোশরোজ শরীফের আলোচনায় বক্তরা বলেন, হাকিমে ত্বরিক্বত ডা.সৈয়দ মোজেহেরুল হক শাহ আমিরী ছিলেন একজন নিবেদিত নিঃস্বার্থবান মানবসেবক।বিনা অর্থে তিনি মানুষের সেবা দিয়ে নিজেকে আত্নমানবতার সেবায় নিয়োজিত করেছেন।যার ফলে মানুষ যুগ যুগ ধরে তার সৃতি আজো ধরে রেখেছেন। ধর্মীয় সেবার পাশাপাশি চিকিৎসা সেবা দিয়ে তিনি পটিয়ার চির স্মরণীয় হয়ে আছেন। মিলাদ ও কিয়াম পরিচালনা করেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ জোনায়েদ আজিম আমিরী,আখেরী মুনাজাত করেন শাহজাদা সৈয়দ একরামুল হক শাহ আমিরী।বাদ মগরিব আল মোজহের স্মরনিকার মোড়ক উন্মোচন করে উপস্থিত অতিথিবৃন্দগণ।
ফারুকুর রহমান বিনজু ,পটিয়া প্রতিনিধি –
Leave a Reply