আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় রোকেয়া দিবসে ৩ জয়িতাকে সম্মাননা প্রদান


পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ ৩ জন নারীকে জয়িতা পুরস্কার দেয়া হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে ‘নারী কন্যার সুরক্ষা করি-সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে নিয়ে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছাম্মৎ নুরতাজ বেগম কফিল, সফল জননী হিসেবে চেমন আরা বেগম, প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে জোৎস্না বেগম পটিয়ায় জয়িতা সম্মাননা লাভ করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঞা জনী।

এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি প্লাবন কুমার বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, সহকারী প্রকৌশলী শফিউল আলম, টিআইবি-সচেতন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, টিআইবির এরিয়া ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোরশেদ আলম, সেক্রেটারি সাংবাদিক ইকবাল হোসেন প্রমুখ।

এতে প্রধান অতিথি বলেন, বেগম রোকেয়া বাঙালী নারী জাগরণের অগ্রদূত। তিনি চ্যালেঞ্জ নিয়ে দেখিয়েছেন কিভাবে অন্ধকার থেকে নারীদের আলোর জগতে নিয়ে আসতে হয়। মানুষের ইচ্ছাশক্তি থাকলে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা যায় এটাই প্রমাণ করেছেন তিনি। শিক্ষার্থী এবং নারীদের উচিত বেগম রোকেয়ার জীবন ইতিহাস সম্পর্কে জানা এবং বেগম রোকেয়ায় মতো জীবন সংগ্রামে মনোবল লক্ষ্য অর্জনে কাজ করা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর