ফারুকুর রহমান,পটিয়া
পটিয়া মহাসড়কে মনসা স্কুল এন্ড কলেজ হাসপাতাল সামনে একটি যাত্রীবাহী বাস এ কে ট্রাভেলস পরিবহন অপর একটি পিকনিক মিনিবাসকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ঘটনা স্থলে মিনিবাসের দুই যাত্রী নিহত ও অপর ৪ জন আহত হয়।
গতকাল রোববার সকাল ৭টা২০মি:এ দুর্ঘটনাটি ঘটে। স্হানীয় লোকজন সুত্রে জানা যায়, নিহতরা পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন উত্তর হরিণখাইন গ্রামের মো নুরনবীর পুত্র মোহাম্মদ ভোলা হোসেন (৪৮) ও একই এলাকার মোহাম্মদ সাহেব মিয়া (সাবু) (৫৭) আহত ৪ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়া হয়।
এ বিষয়ে ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারীর একটি বাস অপর একটি পিকনিক মিনিবাসকে ধাক্কা দিলে পিকনিক মিনিবাসের ২ জন যাত্রী ঘটনা স্থলে নিহত ও ৪জন যাত্রী আহত হন । চালককে আটক করা হয়। নিহতদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। মামলা দায়ের প্রস্ততি চলছে।
Leave a Reply