আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় ব্যানারে ছবি না থাকায় ছাত্রদলের বাকবিতন্ডায় ছুরিকাঘাতে ১কর্মী আহত


ফারুকুর রহমান বিনজু, পটিয়া

পটিয়া ডাকবাংলাস্হ বি এন পি অফিসের সামনে ছাত্রদলের বিজয় মিছিলের ব্যানারে ছবি না দেয়াকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে বাকবিতন্ডায় পরে ছুরিকাঘাতে ১জন কর্মী গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনাটি ঘটে ১৬ডিসেম্বর দুপুর ১২টায়।পটিয়ায় বিজয় দিবস উপলক্ষে বি এন পি অংগ সংগঠনের কর্মীগণ বি এন পি অফিসের সামনে ব্যানার পেস্টুন নিয়ে জড়ো হতে থাকে।সিজান(১৯)নামের এক কর্মী ব্যানারে নিজের ছবি দেখতে না পেয়ে মিজানের সাথে প্রচন্ড ঝগড়া বেধে যায়। উভয়ের তুমুল বাগবিতণ্ডার এক পর্যায়ে মিজান রেগে গিয়ে সিজানের কোমড়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়।

দলীয় নেতাকর্মীরা তাকে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন।উভয়েই ছাত্রদলের নেতা।আহত সিজান কচুয়ায় ইউনিয়ন উত্তর শ্রীমাই গ্রামের ৮নং ওয়ার্ডের নুরুল হকের পুত্র। কচুয়ায় ইউনিয়ন সাবেক মেম্বার জাকির হোসেন বলেন সামান্য ভুল বোঝাবুঝি থেকে ঘটনার সৃষ্টি। অতিসত্বর তার অবসান ঘটবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর