আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পটিয়ায় বড়দিন পালিত


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

পটিয়া পৌরসদরে যীশু খ্রিস্টের জন্মতিথি উপলক্ষ্যে শুভ বড়দিন উদযাপিত হয়। বর্ণিল সাজে সাজানো হয়েছে গীর্জা, চার্চ ও ধর্মীয় প্রচার প্রতিষ্ঠানসমূহ। ইন্দ্রপুলস্থ পটিয়া ব্যাপ্টিস্ট চার্চে আনুষ্ঠানিকভাবে কেক কেটে বড়দিনের উৎসব পালন করেন খ্রিস্টান ধর্মপ্রিয়রা। বাড়িতে বাড়িতে চলছে নানা আয়োজন।

এছাড়াও ১ডিসেম্বর, ৭ ডিসেম্বর এবং ২৩ ডিসেম্বরও পটিয়া ব্যাপ্টিস্ট চার্চে তিন দিন বড়দিন উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে পালিত কর্মসূচির মধ্যে ছিল চার্চে দেশ ও বিশ্ব শান্তি কামনা করে প্রার্থনা, বাইবেল পাঠ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, গিফট চেঞ্জ, বড়দিনের কেক কাটা ইত্যাদি।

বড়দিন উদযাপন পরিষদের সভাপতি ও চার্চের পালক প্রদীপ দের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দে, মাস্টার নাসির উদ্দীন, মাস্টার শ্যামল দে, লেখক-সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সুমনা বড়ুয়া, রাজীব সেন, কেলিশহর ব্যাপ্টিস্ট চার্চের পালক সুজন ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক মানস চৌধুরী, বড়দিন উদযাপন পরিষদের সেক্রেটারি সুজিত হালদার, কোষাধ্যক্ষ দানিয়েল দে, সদস্য মেরী দে, জেমস্ বেকার, লিটন দেবনাথ, শান্তা দে প্রমুখ।

চার্চের পাস্টর প্রদীপ দে জানান- প্রভু যীশু মানুষদের পাপ থেকে মুক্ত করতেই এদিনে পৃথিবীতে আগমন করেছিলেন,তাই ধর্মপ্রাণ খ্রিষ্টানরা খুব খুশি। আনন্দে বাইবেল পাঠ, ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াও নাচ গান করে থাকেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর