আজ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় দ্রুতগতির ট্রাকের নিচে পিষ্ট হুজুরের মৃত্যু


নিউজ ডেস্ক:

পটিয়ায় দ্রুতগতির ড্রাম ট্রাকের নিচে পিষ্ট হয়ে এক মৌলভীর মৃত্যু হয়েছে। নিহত ওই মৌলভীর নাম মৌলানা নুরুল আমিন মোজাদ্দেদী (৭৪)। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সোয়া ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শাহচান্দ আউলিয়া মাদ্রাসা গেট সম্মুখে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আমিন মোজাদ্দেদী ওই এলাকার মরহুম মৌলানা মুছা মোজাদ্দেদীর (রঃ) বড় সন্তান। দুর্ঘটনায় ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায় বলে স্থানীয়রা জানায়। তিনি চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ সুন্নিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন।

জানা যায়, তিনি সড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারায়। এসময় স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শাহ্চান্দ আউলিয়া মাদ্রাসা ও এতিম খানার পরিচালক ও শিক্ষক মৌলানা এস এম বোরহান উদ্দিন জানান, তিনি সকালে চুল কাটতে মাদ্রাসার সামনে একটি সেলুনে যান। সেখান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান যান।

জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নূর বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। গাড়ি ও চালক পালিয়ে গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর