রাজীব আচার্য্যঃ
চন্দনাইশ উপজেলা রোগী কল্যাণ সমিতির এক সভা ৭ আগস্ট রোববার সকালে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুমা ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সেক্রেটারি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে অন্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু রাশেদ, মো. শেখ টিপু চৌধুরী, সঞ্চিতা বড়ুয়া, সৈয়দ শিবলী ছাদেক কফিল, ইউএফও হাসান আহসানুল কবির সুজন ও কমিউনিটি সুপারভাইজার শফিউল আজিম।
সভায় বক্তারা বলেন, রোগীদের পাশে দাঁড়ানো প্রত্যেকের নাগরিক দায়িত্ব। রোগী কল্যাণ সমিতির মাধ্যমে রোগীর সেবা আমাদের চলমান কর্মসূচি।