মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া
দেশের পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলথিন বিক্রি ও ব্যবহার বন্ধে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (৫ নভেম্বর) উপজেলার কেরানীহাট বাজার ও সিটি সেন্টার মার্কেটে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো: ফয়সাল এর নেতৃত্বে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।
অভিযানে ৮টি মামলায় ১৪ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ সময় ৯৯ কেজি পলিথিন জব্দ করে প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে ও মূল্য তালিকা না থাকার বিষয়ে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। তিনি আরও বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এসময় সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।