আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচন পিছানোর অজুহাত এই দেশের মানুষ মেনে নেবে না:মীর হেলাল


আনোয়ারা প্রতিনিধি: দেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার না থাকায় দেশের ভেতরে ও বাইরে স্বাধীনতা -সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে । ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা নানামুখী উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে অপতৎপরতা চালাচ্ছে।

দ্রব্যমূল্যের উর্ধগতি, আইন-শৃঙ্খলার অবনতি সহ নানান কারনে দেশের মানুষ অস্বস্তিতে আছে। এই অবস্থায় অতি দ্রুত একটি জাতীয় নির্বাচন দরকার যা এখন বাংলাদেশের মানুষের প্রাণের দাবি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) কর্ণফুলী ক্রসিং চত্বরে দক্ষিণ জেলা বিএনপির মিছিল পূর্ব সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নির্বাচন পিছানোর অজুহাত এই দেশের মানুষ মেনে নেবে না উল্লেখ করে ব্যারিস্টার হেলাল বলেন, গণতান্ত্রিক সরকারই পরবর্তী সংস্কার সম্পাদন করবে।না করলে জনগণ বিচার করবে। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক সরকারের উপরই আস্থা রাখতে চায়।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে করে তিনি আরও বলেন জনগণের মনের ভাব বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের সাধারণ জনগণ দেশে দ্রুত নির্বাচন চায়। জাতির প্রয়োজনে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত থাকাতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর