আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন,নির্বাচন নিয়ে যেন কোনো তালবাহানা না হয়। নির্বাচন নিয়ে এমন কিছু প্রত্যাশা করি না।নির্বাচন নিয়ে এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিশাল এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইন শৃঙ্খলার উন্নতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা' সহ বিভিন্ন দাবিতে দক্ষিণ জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে ৫ আগষ্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পিছনে মহা নায়ক হিসেবে কাজ করেছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান।নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করায় মাঠে নামতে বাধ্য হয়েছি।নির্বাচন নিয়ে কোনো তালবাহানা করলে দাতভাঙ্গা জবাব দেওয়া হবে।আগের ফ্যাসিস্ট সরকার বলেছিল আগে উন্নয়ন,পরে নির্বাচনসহ অন্য কিছু।কিন্তু এখনো বলা হচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন।আপনারা শুধুমাত্র নির্বাচনকালীন সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে দিন।অন্য সংস্কারগুলো নির্বাচিত সরকারই করবে।এত ভয় কিসের,সুষ্ঠু নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা সরকার গঠন করবে।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি নেতা আহমেদ আযম খান বলেন, ‘আমাদের আগামীর প্রতিপক্ষ সাংঘাতিক সুশৃঙ্খল। তাই আপনাদেরও সুশৃঙ্খল হতে হবে। গা ভাসিয়ে দিলে হবে না। সুশৃঙ্খলভাবে মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা করুন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এদিকে জনসভাকে ঘিরে নেতা কর্মীরা দুপুর থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা শুরু করে। ১৬ বছর পর দলের এমন আয়োজনে গত এক সপ্তাহ ধরে চলছে নেতা কর্মীদের মাঝে আনন্দ উচ্ছাস। নতুন করে উজ্জীবিত হয়ে উঠে দলের নেতা কর্মীরা। দক্ষিণ জেলা বিএনপির সমাবেশ উপলক্ষে বিভিন্ন উপজেলা সদর, ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে দুপুর থেকে আনোয়ারা ছাড়াও বাঁশখালী, কর্ণফুলী, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, বোয়ালখালী ও লোহাগাড়া থেকে নেতা কর্মীরা গাড়ির বহর নিয়ে সমাবেশে আসতে শুরু করেন। বেলা গড়াতেই সমাবেশস্থল কানায় কানায় ভরে যায়। এসময় আসপাশের সড়কসহ প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে সমাবেশের রেশ।