নির্বাচনকে লক্ষ্য করে সংস্কার করতে হবে।নির্বাচনের জন্য সংস্কারের কোন আপত্তি নেই। কিন্তু নির্বাচনকে মুল লক্ষ্য করে সংস্কার করতে হবে।নির্বাচন ছাড়া সংবিধানের সংশোধন ও সংযোজন কোনটাই সম্ভব নয়। সে কারনে নির্বাচন জরুরী।রাস্ট্রের প্রয়োজনীয় সংস্কার বিএনপি ৩১ দফার মধ্যে রয়েছে। তিনি আরো বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ২৭ মার্চ তখনকার ভাষনের মধ্যে দিয়ে যুদ্ধের সুচনা করেছিলেন,আর সমাপ্তি হয়েছে ১৬ই ডিসেম্বর। আমরা একটি সাধীন দেশ,সাধীন পতাকা,একটি জাতীয় সংগীত পেলাম। কিন্তু যে কারনে সাধীনতা যুদ্ধ। সে যুদ্ধের ফলাফল জনগন আজ ও ভোগ করতে পারছেনা।মহান মুক্তি্যুদ্ধে যে আত্মত্যাগ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা জাতীর ভুলবার নয়।যারা পঙ্গুত্ত্ব বরন করেছেন, এখনও মানবেতর জীবন যাপন করছেন,তার প্রতি,তাদের প্রতি, তাদের পরিবার পরিজনের প্রতি আমাদের সহানুভূতি সব সময় অব্যাহত থাকবে।
বিএনপি স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে শিববাড়ি মোড় জিয়াহল চত্বরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবার সময় তিনি এ কথা বলেন। খুলনা মহানগর বিএনপি আহবায়ক এ্যাড: শফিকুল আলম মনা সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, নারগিস আলী,মুজিবুর রহমান,মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন,জেলা আহবায়ক মনিরুজ্জামান মন্টু,জেলা সদস্য সচিব আবু হোসেন বাবু প্রমুখ। সমাবেশ শেষে নগরীর শিববাড়ি মোড় থেকে র্যালী বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে সমাবেশের উদ্ধোধন করেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।