আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিরাপদ অভিবাসন

নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন চন্দনাইশের বরমায়


 

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে (সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন, এসডিসি) পরিচালিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় চন্দনাইশে প্রত্যাশীর আয়োজনে সিমস প্রকল্পের উদ্যোগে বরমা ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে স্থানীয় সরকার প্রতিনিধি , জিএমসি, মাইগ্রেশন ফোরাম ও অভিবাসন সংশ্লিষ্টদের নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ঘটিকায় উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনের প্রধান অতিথি ছিলেন বরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান- ১ মোহাম্মদ নওশা মিয়া। সভাপতিত্ব করেন বরমা ইউনিয়ন পরিষদের এও মিঠুন দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিমস্ প্রকল্প (২য় পর্যায়) এর প্রজেক্ট অফিসার (সেফ মাইগ্রেশন) মীর নাজমুল হাসান এবং প্রজেক্ট অফিসার (এক্সেস টু জাস্টিস) সুমাইয়া নূর আলম।
এ ওরিয়েন্টেশনে আরো উপস্থিত ছিলেন বরমা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা (ইউডিসি), মাইগ্রেশন ফোরামের সভাপতি, সেক্রেটারি, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, গণমাধ্যম কর্মী, লোকাল লিডার এবং জিএমসি কমিটির সদস্যবৃন্দ।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন- মাঠ পর্যায়ে কার্যক্রমের ফলে প্রবাসী এবং তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সচেতন হওয়ার প্রবণতা দৃশ্যমান হয়েছে। তাঁরা বলেন- প্রান্তিক পর্যায়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতের জন্য একযোগে কাজ করবেন বলে একমত পোষণ করেন। প্যানেল চেয়ারম্যান-১ নওশা মিয়া বলেন- জেনে বুঝে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার কোন বিকল্প নেই। আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।

অনুষ্ঠানের সভাপতি মিঠুন দাশ তার বক্তব্যে মাঠ পর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য সিমস্ প্রজেক্ট ও প্রত্যাশীকে ধন্যবাদ জানান।

সৈয়দ শিবলী ছাদেক কফিল:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর