আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিরাপদ অভিবাসন

নিরাপদ অভিবাসন নিশ্চিত করলে দেশ সমৃদ্ধ হবে এবং এগিয়ে যাবে


নিরাপদ অভিবাসন নিশ্চিত হলে এগিয়ে যাবে দেশ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় প্রত্যাশীর ‘সিমস’ প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে ঈদগাও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রত্যাশী সিমস্ প্রকল্প ম্যানেজার বশির আহম্মদ মনি (সূফি মনি) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা ।প্রকল্পের জেলা সমন্বয়কারী রশিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।

আরো  বক্তব্য রাখেনঈদগাঁও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা , জনপ্রতিনিধি , সাংবাদিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা,শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় অন্যান্যের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগীয় সরকারি কর্মকর্তা,, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ও সুশীল সমাজ প্রতিনিধিগন।.

অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বলেন- নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে।জনসচেতনতা এবং দক্ষ জনশক্তি গঠনের কোন বিকল্প নাই।

বিদেশগামীদের দক্ষ হয়ে বিদেশ যেতে পারলে কাজের যেমন স্থায়ীত্ব নিশ্চিত হবে তেমনি দ্বিগুণ রেমিট্যান্স বৃদ্ধি হবে ।

নিরাপদ অভিবাসন নিশ্চিত করলে দেশ সমৃদ্ধ হবে এবং এগিয়ে যাবে। দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।অনুষ্টানে প্রবাসী ও তাদের জীবন যাএার মান উন্নয়ন ও নিরাপদ অভিবাসন, আইনগত সহায়তা, উদ্যাক্তা উন্নয়ন, মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটির টেকসইকরণ সহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়। সভায় প্রকল্প ও সংস্থা বিষয়ক সেশন পরিচালনা করেন জেলা সমন্বয়কারি রশিদা খাতুন এবং প্রকল্প অগ্রগতি উপস্থাপন করেন উপজেলা সমন্বয়কারী মোঃ আলী আজগর।

শেফাইল উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার প্রতিনিধি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর