নিউজ ডেস্ক: নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর অবশেষে পাওয়া গেলো চট্টগ্রাম নগরীর চকবাজারের হিজলা খালে পড়ে যাওয়া সেই শিশুটিকে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর চাক্তাই খালে শিশুর নিথর দেহ ভেসে উঠে। আশেপাশে থাকা কয়েকজন যুবক পরে শিশুটির মরদেহ উদ্ধার করে। এর কিছুক্ষণ পরই স্থানীয় কোতোয়ালি থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস সহ শিশুটির বাবা এসে মরদেহ গ্রহণ করে।
শিশুটির মরদেহ উদ্ধার করা মো. মিজান জানান, সকালে চা খাওয়ার সময় হঠাৎ দেখি খালে একটি শিশুর লাশ। এরপর আমরা নেমে সেটি তুলে আনি। পরে পুলিশসহ ফায়ার সার্ভিসের লোকজন আসে।
শিশুটির পরিবার আসাদগঞ্জ নিবাসী বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। তার বাবার নাম শহীদ এবং মায়ের নাম সালমা বেগম।
এদিকে শনিবার সকালেও নৌবাহিনীর ৬ সদস্যের একটি টিম ওই নালার সাথে যুক্ত হিজড়া খালে তল্লাশি করছে।
এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নগরের চকবাজারে কাপাসগোলা একালায় চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রাতে ওই শিশুকে নিয়ে তার মা ও দাদি অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। তখন রিকশাটি পাশের নালায় পড়ে যায়। শিশুটিকে তার মা ধরে রাখলেও নালায় স্রোতের কারণে হাতছাড়া হয়ে তলিয়ে যায়। তাৎক্ষণিক মা ও নানীকে স্থানীয়রা উদ্ধার করলেও শিশুটিকে পাওয়া যায়নি।
Leave a Reply