আজ ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক চন্দনাইশ স্টিয়ারিং কমিটির সভা সম্পন্ন


চন্দনাইশ সংবাদদাতা:

চন্দনাইশ মৌলভীবাজারস্থ নবাবীখানা হোটেল এন্ড রেস্টুরেন্টে ৭ জানুয়ারি মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজ্যুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত চন্দনাইশ উপজেলা স্টিয়ারিং কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।

“গ্লোবাল নেটওর্য়াক অফ উইমেন পিসবিল্ডার্স” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় চন্দনাইশ উপজেলার সরকারি কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা স্টিয়ারিং কমিটি চন্দনাইশে নারীর শান্তি ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।

আজকের সভায় বিগত সভার বিষয়বস্তু পর্যালোচনা, গত সভায় গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ী অর্জন, পরবর্তী করনীয় সহ জেন্ডার সমতা, উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় চন্দনাইশ থানায় নারী ও শিশু হেল্প ডেস্ক সক্রিয়করণসহ নারী এস আই নিয়োগের উদ্যোগ নিতে থানার অফিসার ইনচার্জের মাধ্যমে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয়া এবং পরবর্তী সভাটি ইউএনও মহোদয়ের উপস্থিতিতে উপজেলা হলরুমে আয়োজন করে গ্রাম আদালত সক্রিয়করণ, গ্রাম পুলিশে নারী নিয়োগ ইত্যাদি বিষয়ে ইউএনও মহোদয়কে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ, সুরক্ষা ও পূর্নবাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য এডভোকেসী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)- চট্টগ্রাম কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক ফেরদৗস আহম্মদ এবং চন্দনাইশ স্টিয়ারিং কমিটির সমন্বয়ক উন্নয়ন কর্মকর্তা এস এম এরশাদুল করিম।

এতে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি- চন্দনাইশ উপজেলার সহ-সভাপতি জাফর আহমদ, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, ওডেবের এরিয়া অফিসার মাহমুদুল হক, পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. নুরুল হক, সৌরিতা জাগ্রত মহিলা সমিতির সভাপতি সঞ্চিতা বড়ুয়া, বরকল ইউপি সদস্য আয়েশা আকতার আজাদী, চন্দনাইশ পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র হাসনারা বেগম, সাবেক কাউন্সিলর কোহিনুর আকতার। ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে সভায় অংশগ্রহভকারীদের বক্তব্য শুনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনামুলক মতামত প্রদান করেন বিএনপিএস এর উপ-পরিচালক নাসরিন বেগম ও জিএনডাব্লিউপি-এর বাংলাদেশের প্রতিনিধি পাহিমা আহমেদ। উল্লেখ থাকে যে, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপিএস মুখ্য ভুমিকা পালন করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর