মো: শাহ আলম বিশেষ প্রতিনিধি >>> নারায়ণগঞ্জে বড় পীর আব্দুল কাদের জিলানী (রা:) স্মরণে ও কবর বাসিদের রুহের মাগফিরাত কামনায় মদিনা নগর এলাকাবাসীর উদ্যোগে গতকাল ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজী সুলাইমান আল- ক্বাদরী, চেয়ারম্যান গাজী ফাউন্ডেশন বাংলাদেশ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা কারী ওবায়দুল্লাহ আশরাফি ইমাম ও খতিব দক্ষিণ গোয়ালবন্দ জামে মসজিদ, আর উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক ইমাম ও খতিব কুতুবশাহ জামে মসজিদ, আলা হযরত মাওলানা আমিনুল এহসান ইমাম ও খতিব কাশিপুর কেন্দ্রীয় ঈদগা কবরস্থান জামে মসজিদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম মাজহারুল ইসলাম জোসেফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শিকদার বাপ্পি চিশতী সভাপতি খাজা গরীবে নেওয়াজ ওরস কমিটি, জনাব মো: সৈকত হাসান ইকবাল আহবায়ক গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদ, জনাব মো: সাব্বির আহমেদ শহিদ সমাজ সেবক, জনাব আব্দুল্লাহ বিশিষ্ট ব্যবসায়ীও সমাজসেবক ।সভাপতি তো করবেন হাজী মো: সমির উদ্দিন শেখ, সমাজসেব। উপস্থাপনায় আলহাজ্ব মোঃ আফজাল হোসেন, তালুকদার ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি। পরিচালনায় মোহাম্মদ কাউসার আহমেদ রিজভী। আয়োজনে মদিনা নগর যুব সমাজ।
Leave a Reply