আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাফনদের পাড়ে মিললো সাড়ে ৪ লাখ পিস ইয়াবা!


ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> কক্সবাজারের টেকনাফে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি।এতে জড়িত কাউকে আটক করতে পারেনি।মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীর পাড়ে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মিয়ানমার থেকে একটি বড় মাদকের চালান দেশে আসতে পারে। এমন খবরে লেদা বিওপির আওতাধীন মেম্বার পোস্ট এলাকায় ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপি থেকে দু’টি দল অভিযান চালায়। অভিযানের সময় পাচারকারীরা ২টি বস্তা ফেলে নদী সাঁতরে পালিয়ে যায়। এ সময় অন্য পাচারকারীরা সেই বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করলে বস্তাগুলো ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। অভিযান শেষে তল্লাশি চালিয়ে বস্তাগুলোর ভেতর থেকে সাড়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে বাংলাদেশি কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন, টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর